Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।

সিটিজেন চার্টার

মুল কার্যক্রম সমূহের বিবরণ

ক্রম নং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহনকারী ব্যাক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময় সীমা

মমত্মব্য

০১।

আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তার প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িত করণ। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে (ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।(খ) আয় বর্ধক এবং সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়।(গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা।

দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

২ (দুই)মাস

 

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- টাকা হারে তিন বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এ ছাড়া সমত্মান প্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়।

পলস্নী এলাকার দরিদ্র মহিলা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও নির্বাচিত এন.জি.ও প্রতিনিধি।

৩ (তিন) বছর

 

ক্ষুদ্রঋণ কার্যক্রমরে মাধ্যমে দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় ১(এক) হাজার থেকে ১৫০০০/- (পনের হাজার) টাকা পর্যমত্ম সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মুল টাকার সংগে শুধু মাত্র ৫% থেকে ১০% সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ১(এক) মাসের মধ্যে ঘূর্নায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২(দুই) মাসের মধ্যে বিতরণ করা হয়।

 

০২।

নারী ও শিশু নির্য়াতন প্রতিরোধ

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মুলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করে থাকে।

নির্যাতিত নারী ও শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহন।

 

০৩।

সেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপক এবং মহিলা জনগোষ্টির মধ্যে সম্প্রসারন করার লক্ষ্যে সেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন ব্যবস্থা করা।

সক্রিয় সেচ্ছাসেবী মহিলা সংগঠন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ২৫ দিনের মধ্যে নিবন্ধন দেওয়া হয়

 

০৪।

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ)

মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫০০০/- থেকে ২৫০০০/- টাকা পর্যমত্ম আর্থিক অনুদান দেওয়া হয়। এ সকল সমিতি আয় বর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারন করা হয়। উলে­খিত প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০০০০/-(চলিস্নশ হাজার) টাকা বিশেষ অনুদান দেওয়া হয়।

সেচ্ছাসেবী মহিলা সংগঠন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদনের প্রেক্ষিতে      ২ (দুই)মাসের মধ্যে

 

০৫।

সচেতনতা বৃদ্ধি এবং জেহুার সমতামুলক কার্যক্রম

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতা মুলক কার্যক্রম গ্রহন  যেমন- জাগরনী পদযাত্রা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্ধদ্ধকরন, এইচ.আই.ভি. (এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায় CEDAW সনদ বাসত্মবায়নসহ বিভিন্ন দিবস পালন করা হয়। এ ছাড়া মহিলা উন্নয়ন সভা সংক্রামত্ম সার্বিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরন করা। আমর্ত্মর্জাতিক বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যাদি প্রস্ত্তত ও বিতরন।

দেশের সকল জনগোষ্ঠি

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

বছর ব্যাপী ও দিবস অনুযায়ী

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

                                                                                    ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

সিটিজেন চার্টার

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচিসমূহের বিবরণ:

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

 

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি

ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি ২(দুই) বৎসর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নির্বাচিত এনজিও’র মাধ্যমে জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা।

 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ১১টি ইউনিয়ন পরিষদ কার্যালয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ ।

 

উপকারভোগী মহিলা বাছাই/ নির্বাচনের প্রাথমিক তালিকার ছক এবং তালিকার চুড়ান্ত ছক বিনামূল্যে প্রদান করা হয়।

 

২৪ মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ঈশ্বগঞ্জ ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭৫৬১৮৮

ই-মেইল- uwaoim@gmail.com

 

 

 

২।

দরিদ্র মvর জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি

■ ঈশ্বরগঞ্জ উপজেলাধীন ১১টি ইউনিয়‡ন  চলমান।

■ নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৮০০.০০ (আটশত) টাকা হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৩ বছর অর্থ প্রদান করা হয়।

 

►আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী মহিলা বিষয়ক অধিদপ্তর ঈশ্বরগঞ্জ উপজেলা কার্যালয়ে পাওয়া যায়।

►ভাতাভোগীদের ডাটাবেইজ সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।

◊ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত মাতৃত্বকাল ভাতা নামের ব্যাংক একাউন্টে সদর দপ্তর কতৃক ভাতার অর্থ ট্রান্সফার এর মাধ্যমে জমা করা হয়।

◊ যে কোন তফসিলি ব্যাংকে নির্বাচিত ভাতাভোগীদের নামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষকদের ন্যায় ১০.০০ টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীর নিজস্ব একাউন্টে ভাতার অর্থ বিতরন করা হয়। 

■ নির্বাচিত উপকার- ভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ৩ বৎসর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭৫৬১৮৮

ই-মেইল- uwaoim@gmail.com

 

 

.

 

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ।

 

৩।

শহর অঞ্চলে(পৌরসভা) কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি

■ সরকার নির্ধারিত হারে ভাতার অর্থ প্রদান। 

■ ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও দের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন, প্রসবপূর্ব ও পরবর্তী  যত্ন , মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদুগ্ধপান, জন্মনিবন্ধন, স্বাস্থ্য কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান ।

■ ল্যাকটেটিং মাদার ভাউচার স্কীম এবং কম্যুউনিটি নিউট্রিশন প্রকল্পের সুবিধা প্রাপ্তিতে ভাতাভোগীকে সহযোগিতা করা। 

■ নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৮০০.০০ (আটশত) টাকা হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে তিন বছর অর্থ প্রদান করা হয়।

 

■ আবেদন ফরম ও তালিকার নমুনা ছক, ভাতার হার অনুযায়ী বরাদ্দকৃত অর্থের তথ্য ও নির্বাচিত এনজিও দের তালিকা, ব্রুশিউর, নীতিমালা ও অন্যান্য কাগজপত্র মহিলা বিষয়ক অধিদপ্তররের ঈশ্বরগঞ্জ উপজেলা  কার্যালয়ে সংরক্ষিত।

■ উপকারভোগীদের ছবি,আবেদন পত্র ও উপকারভোগীদের প্রণিত তালিকার ডাটাবেজ  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত ।

 

 প্রাপ্তির স্থান:

■ ঈশ্বরগঞ্জ পৌরসভায় চলমান।

 

■ সরকারি বাজেটে কার্ড সংখ্যার বরাদ্দ প্রাপ্তির পর উপকারভোগী নির্বাচন শরু করা হয়।

 

■স্টিয়ারিং কমিটি এবং  বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালার আলোকে নির্দেশনাসহ কার্ডসংখ্যার বিভাজন প্রেরণ করা হয়।

 

■  জেলা ও উপজেলা পর্যায়ের ল্যাকটেটিং মাদার নির্বাচন কমিটি কর্তৃক  তালিকা চুড়ান্ত করা হয়।

■ সকল ক্ষেত্রে চূড়ান্ত তালিকাভ্কুত উপকারভোগীগন অগ্রণী ব্যাংক লি: এর সংশ্লিষ্ট শাখায় (উপজেলায় অগ্রণী ব্যাংকের শাখা  একেবারেই না থাকলে সে ক্ষেত্রে  জনতা ব্যাংক লি:/সোনালী ব্যাংক লি: এর  শাখায়) ভাতাভোগীদের স্ব-স্ব নামে ১০ টাকার বিনিময়ে ( বাংলাদেশ ব্যাংকের ঘোষিত কৃষকের জন্য যে ভাবে ১০টাকায় হিসাব খোলা হয়) হিসাব খুলতে হয় । 

■ নীতিমালার আলোকে উপকারভোগী হওয়ার যোগ্য ও নির্বাচিত  প্রতিজন মহিলা জীবনে একবার দুইবছর মেয়াদের জন্য সরকার নির্ধারিত হারে সেবামূল্য ও প্রশিক্ষণ সেবা পাবে।

■ ২বছর মেয়াদী এ সেবাটি দেয়ার জন্য  জুলাই মাসে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়। নির্ধারিত আবেদন ফরমে ছবি,মাতৃত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র সহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর বরাবর আবেদন করতে হয়। যাচাই-বাছাই করে ১ মাসের মধ্যে তালিকা চুড়ান্ত করা হয়। বছরে দুইটি দফায়  ভাতা বিতরণ করা হয় । 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭-৫৬১৮৮

ই-মেইল-

 

৪।

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

সদর দপ্তর কতৃক বর্তমান নীতিমালা অনুযায়ী প্রশাসনিক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রাপ্ত বরাদ্দ উপজেলায় প্রেরণ করা হয়।   উপজেলার

আওতাধীন ১১টি ইউনিয়ন হতে নির্ধারিত ফরম পূরণ পূর্বক উপকারভোগী নির্বাচন করে জনপ্রতি ৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়।

১। আবেদন ফরম

২। জন্ম সনদ

৩। ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

৪। ওয়ার্ড কমিশনার কর্তৃক  স্থায়ী  নাগরিকতার সার্টিফিকেট

৫। নন জুডিশিয়াল স্ট্যাম্প 

প্রাপ্তির  স্থান: জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

১। আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করা হয়।

২। তিন কপি ছবি= ১০০ টাকা

৩। স্ট্যাম্প   =৩০০ টাকা

   মোট মূল্য= ৪০০ টাকা

 

উপকারভোগী কর্তৃক পরিশোধিত।

প্রতি অর্থ বছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জেলা/ উপজেলায় সুবিধাজনক সময়ের মধ্যে সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে (বন্যা, প্রাকৃতিক দূর্যোগের কারণে ঋণ বিতরণ বিলম্বিত হতে পারে।)

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ঈশ্বগঞ্জ ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭৫৬১৮৮

ই-মেইল- uwaoim@gmail.com

 

 

 

স্বেচ্ছাসেবী মহিলা প্রতিষ্ঠান নিবন্ধন

প্রতিষ্ঠানের কায©ক্রম পরিদশ©ন | কায©ক্রম সন্তোষজনক হলে নিবন্ধন প্রদান।

১। আবেদন ফরম

২।গঠনতন্ত্র-৩কপি

৩। নিজস্ব অফিস না থাকলে অফিস ভাড়ার চুক্তিপত্র-৩কপি। 

৪। ৩টি সাধারণ সভার রেজুলে শন-৩ কপি।

৫। কায©ক্রী কমিটির তালিকা-৩ কপি। 

৬| উপদেষ্ঠা কমিটির তালিকা-৩ কপি। 

ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে রেজিস্ট্রেশন ফি ২০০০/-টাকা এবং রেজিস্ট্রেশন নবায়ন ফি ৫০০/-টাকা জমা দিতে হয়।

১(এক) মাস

 জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ।    ফোনঃ 091-67823 ‡gvevBjt 01716516455 ই-মেইল- dwa.mymensingh@gmail.com.

৬।

দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল

এককালীন সাহায্যের পরিমাণ ৫০০/- থেকে  ১৫,০০০/-টাকা।

নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ।

প্রাপ্তির  স্থান: জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বিনা মূল্যে সেবা প্রদান করা হয়।

আবেদন প্রাপ্তি সাপেক্ষে ৬ মাস অন্তর অন্তর সদর কার্যালয়ে প্রেরণ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/প্রোগ্রাম অফিসার,   জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬৭৮২৩

ই-মেইল- dwa.mymensingh@gmail.com.

 

ও ময়মনসিংহ জেলার আওতাধীন সদরসহ ১3টি উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

৭।

শিশু দিবাযত্ন কেন্দ্র

শ্রমজীবি/কর্মজীবি/চাকুরীজীবি মায়েদের ৬ মাস থেকে ৬ বছরের ৮০ জন শিশুদের দিবাকালীন শিশুদের স্বাস্থ্য সম্মত খাবার, প্রাক-প্রাথমিক শিক্ষাদান, ইনডোর খেলাধুলা, শিশু স্বাস্থ্য, মাদার্স মিটিং ইত্যাদি।

১। আবেদন ফরম

২। জন্ম সনদ

৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

প্রাপ্তির  স্থান:  শিশু দিবাযত্ন কেন্দ্র, আকুয়া হাজীবাড়ী, ময়মনসিংহ।

ভর্তি ফি ১০০/-টাকা ।

৬ মাস বয়স থেকে ৬ বছর বয়স পর্যমত্ম, আসন খালি সাপেক্ষে সারা বছর|

ডে-কেয়ার অফিসার

শিশু দিবাযত্ন কেন্দ্র, আকুয়া হাজীবাড়ী, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬২৮০০

ই-মেইল- dwa.mymensingh@gmail.com.

 

৮।

বিভিন্ন দিবস উদযাপন

৮ মার্চ আমত্মর্জাতিক নারী দিবস, ১৭মার্চ জাতির জনকের জন্ম দিবস উপলক্ষে জাতীয় শিশু দিবস, ১৫আগষ্ট জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী, আমত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পÿ, ৯ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, বিজয় দিবস, কন্যা দিবস, মা’দিবস, ইত্যাদি দিবস উপলÿÿ র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

মহিলা বিষয়ক অধিদপ্তর

                                                                                                               ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।                                                             

                                                                                                          ফোন- ০৯০২৭-৫৬১৮৮

                                              ইমেল-uwaoim@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।

সিটিজেন চার্টার

মুল কার্যক্রম সমূহের বিবরণ

ক্রম নং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহনকারী ব্যাক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময় সীমা

মমত্মব্য

০১।

আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তার প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িত করণ। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে (ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।(খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়।(গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা।

দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

২ (দুই)মাস

 

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এ ছাড়া সমত্মান প্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়।

পলস্নী এলাকার দরিদ্র মহিলা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও নির্বাচিত এন.জি.ও প্রতিনিধি।

২ (দুই) বছর

 

ক্ষুদ্রঋণ কার্যক্রমরে মাধ্যমে দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় ১(এক) হাজার থেকে ১৫০০০/- (পনের হাজার) টাকা পর্যমত্ম সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মুল টাকার সংগে শুধু মাত্র ৫% থেকে ১০% সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ১(এক) মাসের মধ্যে ঘূর্নায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২(দুই) মাসের মধ্যে বিতরণ করা হয়।

 

০২।

নারী ও শিশু নির্য়াতন প্রতিরোধ

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মুলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করে থাকে।

নির্যাতিত নারী ও শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহন।

 

০৩।

সেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপক এবং মহিলা জনগোষ্টির মধ্যে সম্প্রসারন করার লক্ষ্যে সেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন ব্যবস্থা করা।

সক্রিয় সেচ্ছাসেবী মহিলা সংগঠন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ২৫ দিনের মধ্যে নিবন্ধন দেওয়া হয়

 

০৪।

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ)

মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫০০০/- থেকে ২৫০০০/- টাকা পর্যমত্ম আর্থিক অনুদান দেওয়া হয়। এ সকল সমিতি আয় বর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারন করা হয়। উলে­খিত প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০০০০/-(চলিস্নশ হাজার) টাকা বিশেষ অনুদান দেওয়া হয়।

সেচ্ছাসেবী মহিলা সংগঠন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদনের প্রেক্ষিতে      ২ (দুই)মাসের মধ্যে

 

০৫।

সচেতনতা বৃদ্ধি এবং জেহুার সমতামুলক কার্যক্রম

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতা মুলক কার্যক্রম গ্রহন  যেমন- জাগরনী পদযাত্রা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্ধদ্ধকরন, এইচ.আই.ভি. (এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায় CEDAW সনদ বাসত্মবায়নসহ বিভিন্ন দিবস পালন করা হয়। এ ছাড়া মহিলা উন্নয়ন সভা সংক্রামত্ম সার্বিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরন করা। আমর্ত্মর্জাতিক বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যাদি প্রস্ত্তত ও বিতরন।

দেশের সকল জনগোষ্ঠি

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

বছর ব্যাপী ও দিবস অনুযায়ী

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

                                                                                    ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

সিটিজেন চার্টার

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচিসমূহের বিবরণ:

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

 

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি

ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি ২(দুই) বৎসর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নির্বাচিত এনজিও’র মাধ্যমে জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা।

 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ১১টি ইউনিয়ন পরিষদ কার্যালয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ ।

 

উপকারভোগী মহিলা বাছাই/ নির্বাচনের প্রাথমিক তালিকার ছক এবং তালিকার চুড়ান্ত ছক বিনামূল্যে প্রদান করা হয়।

 

২৪ মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ঈশ্বগঞ্জ ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭৫৬১৮৮

ই-মেইল- uwaoim@gmail.com

 

 

 

২।

দরিদ্র মvর জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি

■ ঈশ্বরগঞ্জ উপজেলাধীন ১১টি ইউনিয়‡ন  চলমান।

■ নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৫০০.০০ (পাঁচশত) টাকা হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়।

 

►আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী মহিলা বিষয়ক অধিদপ্তর ঈশ্বরগঞ্জ উপজেলা কার্যালয়ে পাওয়া যায়।

►ভাতাভোগীদের ডাটাবেইজ সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।

◊ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত মাতৃত্বকাল ভাতা নামের ব্যাংক একাউন্টে সদর দপ্তর কতৃক ভাতার অর্থ ট্রান্সফার এর মাধ্যমে জমা করা হয়।

◊ যে কোন তফসিলি ব্যাংকে নির্বাচিত ভাতাভোগীদের নামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষকদের ন্যায় ১০.০০ টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীর নিজস্ব একাউন্টে ভাতার অর্থ বিতরন করা হয়। 

■ নির্বাচিত উপকার- ভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ২ বৎসর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭৫৬১৮৮

ই-মেইল- uwaoim@gmail.com

 

 

.

 

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ।

 

৩।

শহর অঞ্চলে(পৌরসভা) কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি

■ সরকার নির্ধারিত হারে ভাতার অর্থ প্রদান। 

■ ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও দের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন, প্রসবপূর্ব ও পরবর্তী  যত্ন , মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদুগ্ধপান, জন্মনিবন্ধন, স্বাস্থ্য কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান ।

■ ল্যাকটেটিং মাদার ভাউচার স্কীম এবং কম্যুউনিটি নিউট্রিশন প্রকল্পের সুবিধা প্রাপ্তিতে ভাতাভোগীকে সহযোগিতা করা। 

■ নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৫০০.০০ (পাঁচশত) টাকা হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়।

 

■ আবেদন ফরম ও তালিকার নমুনা ছক, ভাতার হার অনুযায়ী বরাদ্দকৃত অর্থের তথ্য ও নির্বাচিত এনজিও দের তালিকা, ব্রুশিউর, নীতিমালা ও অন্যান্য কাগজপত্র মহিলা বিষয়ক অধিদপ্তররের ঈশ্বরগঞ্জ উপজেলা  কার্যালয়ে সংরক্ষিত।

■ উপকারভোগীদের ছবি,আবেদন পত্র ও উপকারভোগীদের প্রণিত তালিকার ডাটাবেজ  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত ।

 

 প্রাপ্তির স্থান:

■ ঈশ্বরগঞ্জ পৌরসভায় চলমান।

 

■ সরকারি বাজেটে কার্ড সংখ্যার বরাদ্দ প্রাপ্তির পর উপকারভোগী নির্বাচন শরু করা হয়।

 

■স্টিয়ারিং কমিটি এবং  বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালার আলোকে নির্দেশনাসহ কার্ডসংখ্যার বিভাজন প্রেরণ করা হয়।

 

■  জেলা ও উপজেলা পর্যায়ের ল্যাকটেটিং মাদার নির্বাচন কমিটি কর্তৃক  তালিকা চুড়ান্ত করা হয়।

■ সকল ক্ষেত্রে চূড়ান্ত তালিকাভ্কুত উপকারভোগীগন অগ্রণী ব্যাংক লি: এর সংশ্লিষ্ট শাখায় (উপজেলায় অগ্রণী ব্যাংকের শাখা  একেবারেই না থাকলে সে ক্ষেত্রে  জনতা ব্যাংক লি:/সোনালী ব্যাংক লি: এর  শাখায়) ভাতাভোগীদের স্ব-স্ব নামে ১০ টাকার বিনিময়ে ( বাংলাদেশ ব্যাংকের ঘোষিত কৃষকের জন্য যে ভাবে ১০টাকায় হিসাব খোলা হয়) হিসাব খুলতে হয় । 

■ নীতিমালার আলোকে উপকারভোগী হওয়ার যোগ্য ও নির্বাচিত  প্রতিজন মহিলা জীবনে একবার দুইবছর মেয়াদের জন্য সরকার নির্ধারিত হারে সেবামূল্য ও প্রশিক্ষণ সেবা পাবে।

■ ২বছর মেয়াদী এ সেবাটি দেয়ার জন্য  জুলাই মাসে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়। নির্ধারিত আবেদন ফরমে ছবি,মাতৃত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র সহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর বরাবর আবেদন করতে হয়। যাচাই-বাছাই করে ১ মাসের মধ্যে তালিকা চুড়ান্ত করা হয়। বছরে দুইটি দফায়  ভাতা বিতরণ করা হয় । 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭-৫৬১৮৮

ই-মেইল-

 

৪।

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

সদর দপ্তর কতৃক বর্তমান নীতিমালা অনুযায়ী প্রশাসনিক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রাপ্ত বরাদ্দ উপজেলায় প্রেরণ করা হয়।   উপজেলার

আওতাধীন ১১টি ইউনিয়ন হতে নির্ধারিত ফরম পূরণ পূর্বক উপকারভোগী নির্বাচন করে জনপ্রতি ৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়।

১। আবেদন ফরম

২। জন্ম সনদ

৩। ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

৪। ওয়ার্ড কমিশনার কর্তৃক  স্থায়ী  নাগরিকতার সার্টিফিকেট

৫। নন জুডিশিয়াল স্ট্যাম্প 

প্রাপ্তির  স্থান: জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

১। আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করা হয়।

২। তিন কপি ছবি= ১০০ টাকা

৩। স্ট্যাম্প   =৩০০ টাকা

   মোট মূল্য= ৪০০ টাকা

 

উপকারভোগী কর্তৃক পরিশোধিত।

প্রতি অর্থ বছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জেলা/ উপজেলায় সুবিধাজনক সময়ের মধ্যে সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে (বন্যা, প্রাকৃতিক দূর্যোগের কারণে ঋণ বিতরণ বিলম্বিত হতে পারে।)

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ঈশ্বগঞ্জ ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২৭৫৬১৮৮

ই-মেইল- uwaoim@gmail.com

 

 

 

স্বেচ্ছাসেবী মহিলা প্রতিষ্ঠান নিবন্ধন

প্রতিষ্ঠানের কায©ক্রম পরিদশ©ন | কায©ক্রম সন্তোষজনক হলে নিবন্ধন প্রদান।

১। আবেদন ফরম

২। গঠনতন্ত্র-৩কপি

৩। নিজস্ব অফিস না থাকলে অফিস ভাড়ার চুক্তিপত্র-৩কপি। 

৪। ৩টি সাধারণ সভার রেজুলে শন-৩ কপি।

৫। কায©ক্রী কমিটির তালিকা-৩ কপি। 

৬| উপদেষ্ঠা কমিটির তালিকা-৩ কপি। 

ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে রেজিস্ট্রেশন ফি ২০০০/-টাকা এবং রেজিস্ট্রেশন নবায়ন ফি ৫০০/-টাকা জমা দিতে হয়।

১(এক) মাস

 জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ।    ফোনঃ 091-67823 ‡gvevBjt 01716516455 ই-মেইল- dwa.mymensingh@gmail.com.

৬।

দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল

এককালীন সাহায্যের পরিমাণ ৫০০/- থেকে  ১৫,০০০/-টাকা।

নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ।

প্রাপ্তির  স্থান: জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বিনা মূল্যে সেবা প্রদান করা হয়।

আবেদন প্রাপ্তি সাপেক্ষে ৬ মাস অন্তর অন্তর সদর কার্যালয়ে প্রেরণ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/প্রোগ্রাম অফিসার,   জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬৭৮২৩

ই-মেইল- dwa.mymensingh@gmail.com.

 

ও ময়মনসিংহ জেলার আওতাধীন সদরসহ ১3টি উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

৭।

শিশু দিবাযত্ন কেন্দ্র

শ্রমজীবি/কর্মজীবি/চাকুরীজীবি মায়েদের ৬ মাস থেকে ৬ বছরের ৮০ জন শিশুদের দিবাকালীন শিশুদের স্বাস্থ্য সম্মত খাবার, প্রাক-প্রাথমিক শিক্ষাদান, ইনডোর খেলাধুলা, শিশু স্বাস্থ্য, মাদার্স মিটিং ইত্যাদি।

১। আবেদন ফরম

২। জন্ম সনদ

৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

প্রাপ্তির  স্থান:  শিশু দিবাযত্ন কেন্দ্র, আকুয়া হাজীবাড়ী, ময়মনসিংহ।

ভর্তি ফি ১০০/-টাকা ।

৬ মাস বয়স থেকে ৬ বছর বয়স পর্যমত্ম, আসন খালি সাপেক্ষে সারা বছর|

ডে-কেয়ার অফিসার

শিশু দিবাযত্ন কেন্দ্র, আকুয়া হাজীবাড়ী, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬২৮০০

ই-মেইল- dwa.mymensingh@gmail.com.

 

৮।

বিভিন্ন দিবস উদযাপন

৮ মার্চ আমত্মর্জাতিক নারী দিবস, ১৭মার্চ জাতির জনকের জন্ম দিবস উপলক্ষে জাতীয় শিশু দিবস, ১৫আগষ্ট জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী, আমত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পÿ, ৯ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, বিজয় দিবস, কন্যা দিবস, মা’দিবস, ইত্যাদি দিবস উপলÿÿ র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

মহিলা বিষয়ক অধিদপ্তর

                                                                                                               ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।                                                             

                                                                                                          ফোন- ০৯০২৭-৫৬১৮৮

                                              ইমেল-uwaoim@gmail.com